রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ‌কন্ট্রাক্টরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে

Rajat Bose | ০৯ মার্চ ২০২৪ ১২ : ৫৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের জলঙ্গি পঞ্চায়েত সমিতির অধীনে চাঁদেরপাড়া এলাকায় একটি রাস্তা নির্মাণ কাজে সরকারি ই–টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য এবং সেটি তুলে নেওয়ার জন্য জলঙ্গি ব্লকের ভাদুরিয়াপাড়ার বাসিন্দা এক কন্ট্রাক্টরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের জলঙ্গি (দক্ষিণ) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাসুম আলি আহমেদের বিরুদ্ধে। ওই ব্লক সভাপতি সঙ্গে কন্ট্রাক্টরের একটি কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)। স্থানীয় সূত্রে জানা গেছে ইয়ারুল মণ্ডল নামে এক কন্ট্রাক্টর সম্প্রতি জলঙ্গির চাঁদেরপাড়া এলাকায় ৩০০ মিটার রাস্তা তৈরির জন্য একটি সরকারি দরপত্রে অংশগ্রহণ করেন। প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ওই কাজের দরপত্র খোলার কথা রয়েছে আগামী সোমবার। কিন্তু তার আগে ওই দরপত্র প্রক্রিয়া থেকে সরে যাওয়ার জন্য ইয়ারুলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মাসুম আলি আহমেদের বিরুদ্ধে। 
সূত্রের খবর, গত ৭ মার্চ বিকেলে ইয়ারুলকে নিজের পরিচয় দিয়ে ফোন করেন মাসুম। বলেন এই দরপত্রের প্রক্রিয়া থেকে অনেকেই নিজেদের নাম তুলে নিয়েছে। এটি একটি অন্য ‘‌লেভেল’‌–এর কাজ। 
অভিযোগ তৃণমূলের ওই ব্লক সভাপতি কন্ট্রাক্টরকে আরও বলেন, এই কাজে তিনি যেন কোনও জটিলতা তৈরি না করেন। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপিংস–এ একাধিকবার ওই কন্ট্রাক্টরকে অনুরোধের সুরে ব্লক সভাপতিকে বলতে শোনা যায় তিনি এই দরপত্র প্রক্রিয়া থেকে সরে আসতে পারবেন না। 
এরপরই উত্তেজিত হয়ে ব্লক সভাপতিকে বলতে শোনা যায় তিনি ওই কন্ট্রাক্টরকে ফরিদপুরের মাটিতে থাকতে দেবেন না এবং তাঁর কাজও করতে দেবেন না। অভিযোগ ব্লক সভাপতি ওই কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে বলেন তিনি (কন্ট্রাক্টর) কোর্ট, পুলিশ সুপার– যে কোনও জায়গায় অভিযোগ জানাতে পারেন। এমনকি এই কাজের জন্য দল যদি তাঁকে সাসপেন্ড করে তিনি তারও পরোয়া করেন না। 
ভাইরাল হওয়া অডিও–র সত্যতা সম্পর্কে ইয়ারুলকে ফোন করা হলে তিনি বলেন, ‘‌তৃণমূল ব্লক সভাপতি মাসুম আলি আহমেদ ফোন করে হুমকি দিয়েছেন দরপত্র প্রক্রিয়া থেকে সরে আসার জন্য। এই হুমকির পর আমি অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছি। এখনও আমি পুলিশকে ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস করতে পারিনি। তবে গোটা বিষয়টি আমি জলঙ্গি বিডিও–কে ই–মেল মারফত অভিযোগ আকারে জানিয়েছি।’‌ 
ওই কন্ট্রাক্টরকে যে তিনি ফোন করেছিলেন তা স্বীকার করে নিয়েছেন জলঙ্গি (দক্ষিণ) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাসুম আলি আহমেদ। তিনি বলেন, ‘‌কথোপকথনের অডিওটি শুনেছি। তবে সেটি এডিট করা হয়েছে। কেউ বা কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’‌ তিনি বলেন, ‘‌একজন ব্যক্তির কাজের ‘‌ক্রেডেনশিয়াল’‌ নষ্ট হয়ে যাচ্ছিল বলে ওই কন্ট্রাক্টরকে কিছু ‘‌অনুরোধ’‌ করেছিলাম। কিন্তু কাউকে হুমকি দিইনি।’‌ 
এদিকে, ইয়ারুল মণ্ডলের অভিযোগপত্রটি এখনও দেখেননি বলে জানিয়েছেন জলঙ্গির বিডিও সুব্রত মল্লিক। জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, ‘‌এই ঘটনার সঙ্গে সরাসরি পঞ্চায়েত সমিতির কাজের কোনও সম্পর্ক নেই।’




নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া